জীবন যেখানে যেমন

লিখেছেন লিখেছেন শেখ সাদী ২৭ মে, ২০১৩, ১১:৫৭:৫৪ রাত



গাড়ীতে বসে আছি । একটি ছোট ছেলে বিভিন্ন পত্রিকা নিয়ে গাড়ীতে উঠল । উঠেই সবার লক্ষ করে বলছে মামা পেপার লাগবে । ৃপেপারৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ..পেপারৃৃৃৃ..পেপার।আমার সামনের সিটে একজন ভদ্রলোক বসেছিল । ছেলেটি তাকে একটি পত্রিকা দিয়ে বলল মামা একটি পেপার নেন। আর তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে । যেন আদর করছে । লোকটি বলল লাগবেনা । ছেলেটি আবার বলল মামা নেন । আর তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে।ছোট বাচ্ছাদের বড়রা যেমনি পিঠে হাত বুলিয়ে দেয় তেমনি লোকটির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে । অবশেষে লোকটি একটি পেপার নিল । আগে দেখতাম বিভিন্ন পার্কে বা রাস্তার পাশে ছোট ছোট বাচ্ছারা এভাবে অনুনয় বিনয় করে ফুল বিক্্ির করতো। এখন পেপার হকাররাও শুরু করেছে । মজাই



একদিন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি । আমার হাতে কিউবির একটি মডেম ছিলো ।এমন সময় দেখলাম বিপরীত দিক থেকে একটি রিকসা আসছে । রিকসাটি আমার সামনে এসে থেমে গেলো । রিকসার চালক আমাকে জি¹াসা করল মামা কিউবি মডেমের দাম কত ?আমি দাম বলে দিলাম । পরক্ষনেই সে চলে গেল । আশ্চর্য রিকসার চালকও মডেম ,নেট, এর খবর রাখে ।

বিষয়: বিবিধ

১৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File